ভারতের কাছে ৫০ রানে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার পর ভারতের কাছে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে বাংলাাদেশ। আজ সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান হারলেই, বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জয় পায়, তাহলে বিশ্বকাপে টিকে থাকবে বাংলাদেশ। তখন শেষ ম্যাচে অনেক সমীকরণের সামনে পড়বে টাইগাররা। টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারত।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ ওভারে দ্বিতীয়বারের মত বোলিংয়ে এসে ভারতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন সাকিব। ছক্কা মারতে গিয়ে মিড অফে জাকের আলিকে ক্যাচ দেন ৩টি চার ও ১টি ছক্কায় ১১ বলে ২৩ রান করা রোহিত। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

নবম ওভারে বাংলাদেশকে ডাবল উইকেটে মাতান পেসার তানজিম হাসান। প্রথম বলে কোহলিকে বোল্ড করেন তিনি। ১টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন অফ ফর্মে থাকা কোহলি।কোহলির বিদায়ে ক্রিজে এসেই প্রথম বলে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। তবে পরের বলে আউটসাইড-এজে উইকেটের পেছনে ক্যাচ দেন সূর্য।

তানজিমের আগ্রাসী বোলিং

৭৭ রানে ৩ উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন পান্থ। আউট হওয়ার আগে ৪টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৩৬ রান করেন তিনি। এরপর ৩৪ রান করা দুবে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে ভারতকে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ এনে দেন পান্ডিয়া। বাংলাদেশের তানজিম ৩২ রানে ও রিশাদ ৪৩ রানে ২টি করে উইকেট নেন। ৩৭ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব।

১৯৭ রানের টার্গেটে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন ১টি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করা লিটন। দশম ওভারে তানজিদকে লেগ বিফোর আউটে জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। একবার জীবন পেয়ে ৩১ বলে ৪টি চারে ২৯ রান করেন তানজিদ।নিজের পরের ওভারে আবারও বাংলাদেশ শিবিরে আঘাত হানেন কুলদীপ। ৪ রান করে লেগ বিফোর আউট হন তাওহিদ হৃদয়।

রিশাদের ঝড়ো ব্যাটিং কাজে আসেনি

হৃদয়ের বিদায়ের পর কভারে রোহিতকে ক্যাচ দিয়ে ১১ রানে থামেন সাকিব। সাকিবের পর দলের রান ১শ পার করে দিয়ে বুমরাহর প্রথম শিকার হয়ে সাজঘরে ফিরেন শান্ত। ১টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৪০ রান করেন তিনি। শান্তর পর ১ রানে আউট হন জাকের আলি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করে হারের লজ্জা পায় টাইগাররা। ১টি চার ও ৩টি ছক্কায় ১০ বলে ২৪ রান করেন রিশাদ। ভারতের কুলদীপ ৩ উইকেট নেন। ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৫০ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের হার্ডিক পান্ডিয়া। আগামী ২৫ জুন সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.