ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভারতের ভুবনেশ্বরে হবে সাফের এই আসর। স্বাগতিক ভারত, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ ও শ্রীলংকা এই পাঁচ দেশ অংশ নিচ্ছে। সবার সাথে সবার খেলা হবে। সেরা দুই দল ফাইনালে খেলবে। ফাইনালে খেলাই বাংলাদেশের প্রথম লক্ষ্য বলছেন অধিনায়ক তানভীর হোসাইন।
দলের সহ-অধিনায়ক মইনুল ইসলাম মইন এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১৮ গোল করে সর্বোচ্চ স্কোরার। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভালো করার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি।
২৩ সদস্যের বাংলাদেশ দলে ১২জন বাফুফের এলিট একডেমির। বাকি ছয়জন বিপিএলের আর পাঁচজন বিসিএলের। বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। দলের প্রস্তুতি নিয়ে দারুণ সন্তুষ্ট তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও টিম ম্যানেজার বীজন বড়ুয়া।