ক্রীড়া প্রতিবেদক
টেস্ট ফরম্যাটে ভালো দেশ হিসেবে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে হলে দীর্ঘ সংস্করনে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সর্বশেষ ৮ টেস্টের মধ্যে ৫টিতেই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মত দলের বিপক্ষেও জয় পেয়েছে টাইগাররা। সম্প্রতি পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করেছে মুশফিক-সাকিবরা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্য দেখতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমিরা। দেশবাসীর প্রত্যাশাকে ইতিবাচকভাবেই দেখছেন লিটন। তিনি জানান, সবার প্রত্যাশায় চাপ অনুভব না করে অনুপ্রাাণিত হবেন।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন সেশনের পর লিটন বলেন, ‘এটি (প্রত্যাশা) আসলে আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা যদি ভালো খেলি তাহলে আমরা সম্মানিত হবো এবং মানুষ আমাদের সম্পর্কে জানতে পারবে। মানুষ আপনার সম্পর্কে জানবে, এর চেয়ে আর বড় কিছুই হতে পারে না। আমার মনে হয় না এখানে কোন চাপ আছে। আমরা এখন ভালো টেস্ট ক্রিকেট খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
পাকিস্তানের বিপক্ষে বড় সাফল্যের পর মানুষের উচ্চাকাঙ্খা স্বাভাবিক বলে মনে করেন লিটন। তবে পাকিস্তান সিরিজ ভুলে সকলকে সামনে তাকানোর আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান সিরিজকে অতীত উল্লেখ করে লিটন বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে খুব ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এখন তা অতীত। সামনে তাকানো খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বললে ভালো হবে। একজন খেলোয়াড় হিসেবে এটা আমার কাছে অতীত।’