ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডই তার বিশ্বকাপ খেলার স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল। এ জন্য বিসিবি উচ্চপদস্থ ব্যক্তিদের অভিযুক্ত করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এক ভিডিও বার্তায় তামিম বলেন, বিসিবির শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে অন্যায় আচরণ পেয়েছেন তিনি। তবে কারো নাম প্রকাশ করেননি তামিম।
তামিম ইকবালকে বাদ দিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্বেও পঞ্চম বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ছিলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলার পর তামিম বলেছিলেন, বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন। কিছুটা ব্যথা থাকলেও ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন। তামিম জানান, নোংরা পরিস্তিতির শিকার হয়েছেন তিনি। গত কয়েক মাসে এমন পরিবেশ বেশ কয়েকবার বাঁধা তৈরি করা হয়েছে এবং এটি আর মেনে নেয়া যায়নি বলেই বিশ্বকাপ থেকে তাকে সরে যেতে হয়েছে।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে পোস্ট করা একটি ভিডিওতে তামিম বলেন, ‘বোর্ডের শীর্ষ পর্যায় থেকে কেউ আমাকে ফোন করেছিল। আমাদের ক্রিকেটের সাথেই জড়িত সে। তিনি বলেন, বিশ্বকাপে গেলে ইনজুরি সামলে ম্যাচ খেলতে হবে। তুমি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলো না। আমি উত্তর দিয়েছিলাম আফগানিস্তানের ম্যাচ এখনও ১২/১৩ দিন বাকি। এরমধ্যে মধ্যে আমার অবস্থা ভালো হয়ে যাবে। আমি কেন খেলবো না? তারপর বললেন, খেললে নিচের অর্ডারে ব্যাট করতে হবে। এটা শোনার পর আমি হতবাক হয়ে গেছি। কারণ আমি আমার ১৭ বছরের ক্যারিয়ারে ওপেনিং পজিশন ছাড়া নিচে ব্যাটিং করিনি। স্বাভাবিকভাবেই একটা কথা মনে রাখতে হবে তখন কোন মানসিকতা থেকে এসেছি। ইনজুরি থেকে সেরে ওঠার পর ভালো ইনিংস খেলতে পেরে আমি খুশি। হঠাৎ করেই এসব ঘটে। এটা নেওয়া আমার পক্ষে সম্ভব ছিলো না।’