ভুটানকে চার গোলে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সেরা একাদশে নয়টি পরিবর্তন আনলেও ভুটানের বিপক্ষে হেসে খেলে জয় পেয়েছে বাংলাদেশ দল। ফাইনালের আগে শেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে ভুটানকে। আজকের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ভারতের ৪-০ গোলের জয়ে আগামী বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পেয়েছে বাংলাদেশ।

ভারতকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। তাই আগের ম্যাচের একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিতে ও রিজার্ভ বেঞ্চ পরখ করতে আজ ৯ টি পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ সাইফুল বারী টিটু। ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছেন ঐশী খাতুন। ৩০ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন তিনি। বাকি দুই গোল করেন নুসরাত জাহান মিতু ও শ্রী মতি তৃষ্ণা রানী।

টুর্নামেন্টের তিন ম্যাচে ভুটান কোন গোলই করতে পারেনি। ভারতের বিপক্ষে ১০-০ ও নেপালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। ভুটানের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের পারফরমেন্সের ধারণ খুশি সাইফুল বারি টিটু। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নিয়ে এরই মধ্যে এনালাইসিস করে ফেলেছেন সাইফুল বারি টিটু। তার মতে ভারতের ৩-৪ জন ফুটবলার বিপদজনক। তাদেরকে আটকে দিতে পারলেই শিরোপা জয় সম্ভব।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.