মোঃ শফিকুল আলম
বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে বাংলাদেশের মেয়েরা জয় পেয়েছে ৮-১ গোলে। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য এক গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ভুটান। পাঁচ জাতির এই টুর্নামেন্টে দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।
ভুটানের বিপক্ষে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৬ মিনিটে তৃষ্ণা রানী গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবারও ভুটানের জালে বল জড়ান তৃষ্ণা রানী। ৩৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সুলতানা আক্তার। প্রথমার্ধে আরও এক গোল করে বাংলাদেশ। ৪২ মিনিটে গোল করেন সুরভী প্রীতি।
৬০ মিনিটে থুনুই মারমা গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পর আবারও গোল। এবার স্কোরশিটে নাম লেখান মুন্নী। ৬৪ মিনিটে সান্ত্বনাসূচক গোল করে ভুটান। ৭৭ মিনিটে থুনুই মারমা তার দ্বিতীয় গোল পেলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-১। ম্যাচের শেষ গোল করেন সাগরিকা ৮৫ মিনিটে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী বুধবার রাশিয়ার বিপক্ষে।