ক্রীড়া প্রতিবেদক
মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টারে লাল সবুজের উৎসব। ১০ মে বাংলাদেশের টেবিল টেনিসের জন্য অন্যরকম এক দিন হয়ে থাকলো। সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো এই আসরে সোনা জিতেছে বাংলাদেশ।
গোল্ড মেডেল ম্যাচে হৃদয়, রামহিম ও নাফিজের বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে দলগত ইভেন্টে এই সাফল্য পেয়েছেন তারা। হৃদয় ও রামহিম প্রতিপক্ষকে হারালেও নাফিজ হেরে যান। ম্যাচে তখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
এরপর খেলতে নামেন রামহিম। কিন্তু রামহিমকে হারিয়ে ম্যাচে ফিরে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ তখন ২-২ এ সমতায়। বাংলাদেশের সব আশা ভরসা তখন হৃদয়কে ঘিরে। হতাশ করেননি হৃদয়। বাংলাদেশকে আন্দের উপলক্ষ এনে দিয়েছেন তিনি।
বাংলাদেশ দলকে উৎসাহ দিতে আসেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইমিশনার শেখ আবুল কালাম আজাদ। বাংলাদেশের এই সাফল্যে দারুণ খুশী টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর। দলের কোচ মোহাম্মদে আলী, ম্যানেজার তাজউদ্দিন পাপ্পু, আনোয়ার কবির বাবু বাংলাদেশের সাফল্যে দারুণ খুশী। পরিশ্রমের ফল পেয়েছে ছেলেরা বলেছেন তারা। আর বাংলাদেশের জয়ের নায়ক হৃদয় জানিয়েছেন টেনশন কাজ করলেও আত্নবিশ্বাসী ছিলেন তিনি।