ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৩ ও ২৬ জুন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের সাথে দু’টি ফিফা প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলোদেশ ও মালয়েশিয়া দল। ঘরের মাঠে এবারই প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশের মেয়েরা। আর মালয়েশিয়ার বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০১৭ সালে সিঙ্গাপুরে সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে সেই সময়ের বাংলাদেশের চেয়ে বর্তমান বাংলাদেশ অনেক পরিণত বলছেন দলের ফুটবলার কৃষ্ণা রানী সরকার।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে মালেয়েশিয়া। মালয়েশিয়ার অবস্থান ৮৫ তম। আর বাংলাদেশ রয়েছে ১৪৬ তম স্থানে। তবে ঘরের মাঠে খেলা। এই কমলাপুর স্টেডিয়ামে মেয়েরা অনেক সাফল্য পেয়েছে। তাই একটু বেশি আত্নবিশ্বাসী সানজিদা আক্তার।
এদিকে আগামী ৪ জুলাই থেকে ফিলিপাইনে শুরু হচ্ছে ১১ দলের এএফএফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে খেলবে মালয়েশিয়া। বাংলাদেশের বিপক্ষে দু’টি ম্যাচকে সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দেখছে তারা। জানিয়েছেন মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার সুরইয়া বিনতি ইয়াকুব। বাংলাদেশ সম্পর্কে ধারণা নিয়েই এসেছে মালয়েশিয়া। বাংলাদেশ উন্নতি করছে বলে জানিয়েছেন দলটির ম্যানেজার। বিশেষ করে ভারতকে হারানোর কথা মনে করিয়ে দিলেন সুরাইয়া। কমলাপুর স্টেডিয়ামে দু’টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।