ক্রীড়া প্রতিবেদক
পেসার মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুন্যে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো সফরকারী বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোন দলকে ১০ উইকেটে হারালো টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ উইকেট ও ৬ রানে হেরেছিলো বাংলাদেশ। শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতলো যুক্তরাষ্ট্র।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে মুস্তাফিজের তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে যুক্তরাষ্ট্র। ৪ ওভার বল করে মাত্র ১০ রানে ৬ উইকেট নেন মুস্তাফিজ। ৯৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই সেরা বোলিং ফিগার ফিজের। জবাবে ১১ দশমিক ৪ ওভারে বিনা উইকেটে ১০৮ রান করে বাংলাদেশ।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হোয়াইটওয়াশ এড়াতে ১০৫ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকার। পাওয়ার প্লেতে ৪৮ রান যোগ করেন দু’জনে। ১১তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ন করেন তানজিদ। এজন্য ৩৮ বল খেলেছেন তিনি।
এরপর ১১তম ওভারের চতুর্থ বলেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন তানজিদ ও সৌম্য। ৫টি চার ও ৩টি ছক্কায় তানজিদ ৪২ বলে অপরাজিত ৫৮ এবং ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে অনবদ্য ৪৩ রান করেন সৌম্য। আগামী ২৮ মে ডালাসে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে আবারও দেখা হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের।