ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে তার মেধা ও অভিজ্ঞতার কারনেই স্কোয়াডে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান গাজি আশরাফ হোসেন লিপু। এ বছর বাংলাদেশ দলের সূচিতে থাকা আট টেস্টের সব ক’টিতেই অভিজ্ঞ এ অলরাউন্ডারকে পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মাঠের ক্রিকেটের বাইরেও সাকিবকে নিয়ে রয়েছে অন্য দুশ্চিন্তা। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাস্ট্রে অবস্থান করছেন এ অভিজ্ঞ অলরাউন্ডার। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ এক সংবাদ সম্মেলনে লিপু বলেন,‘ বর্তমান অবস্থা নিয়ে অবশ্যই আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশের শীর্ষ একজন খেলোয়াড় সাকিব। সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে আমরা মূলত তার মেধার ভিত্তিতেই তাকে দল রেখেছি।’
‘তার পারফরমেন্সই তার সম্পর্কে বলে দেয়। ক্রিকেটের বিভিন্ন ভার্সন এবং বিভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার তার ক্ষমতা অতুলনীয়। পাকিস্তানের বিপক্ষেও তার রেকর্ড দুর্দান্ত এবং এখানে সত্যকে অস্বীকার করা যায় না।’লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে। মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদও দলে ফিরেছেন। অবশ্য তাসকিন কেবলমাত্র দ্বিতীয় টেস্ট খেলবেন। গত মার্চে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্টে দলে থাকা ব্যাটার শাহাদাত হোসেন দিপু বাদ পড়েছেন।