মোঃ শফিকুল আলম, কাতার থেকে
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে খেলা শুরু হবে কাতার সময় রাত ১০টা আর বাংলাদেশ সময় রাত ১ টায়। কি হবে কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে। আর্জেন্টিনা কি পারবে ক্রোয়েশিয়ার বাধা পেরিয়ে ফাইনালে যেতে। না স্বপ্ন পূরণের পথে সেমিতে থেমে যেতে হবে মেসির আর্জেন্টিনাকে। সেটাই এখন বড় প্রশ্ন। তবে আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির জায়গা হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারেনি তারা। ১৯৩০, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া দু’দলই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে এসেছে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জয়ী হয়ে। ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমিফাইনালে আসে ক্রোয়েশিয়া। এরপর আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় মেসিরা। দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় আর্জেন্টিনা সেমিফাইনালে পাচ্ছে না মার্কোস একিউনা ও গঞ্জালো মন্টিয়েলকে। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি ডি মারিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নেমেছিলেন তিনি। সব ঠিক থাকলে ডি মারিয়াকে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হতে পারে লিসান্দ্রো পারেদেসকে। কার্ড সমস্যা ও ইনজুরি দুটিই আর্জেন্টিনার জন্য চিন্তার কারণ হলেও ক্রোয়েশিয়া এ দিক দিয়ে একদুম চিন্তামুক্ত। তাদের কোন ফুটবলারের নিষেধাজ্ঞা নেই। আবার ইনজুরিও নেই কারও।
তিন ফরমেশনের যে কোন একটিতে দেখা যেতে পারে আর্জেন্টিনাকে। ফোর থ্রি থ্রি, ফাইভ থ্রি টু অথবা ফোর ফোর টু ক্রোয়েশিয়ার বিপক্ষে যে কোন একটি বেছে নিতে পারে আর্জেন্টিনা। পরিসংখ্যানে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া সমানে সমান। দুই দল এ পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে। দু’টিতে জয় আর্জেন্টিনার, দু’টিতে ক্রোয়েশিয়ার। বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া দুইবার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে প্রথম দেখায় আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে। তবে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল মেসিরা। তাই এবার ফাইনালে উঠার পাশাপাশি আর্জেন্টিনার জন্য এই ম্যাচ প্রতিশোধেরও।