ক্রীড়া প্রতিবেদক
অবিশ্বাস্য রানবন্যার এক ম্যাচের সাক্ষী হয়ে রইল রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। আইপিএলের ইতিহাসে দলীয় সর্বাধিক রানের রেকর্ড গড়ে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়ায় দুরন্ত গতিতে ছুটে চলা মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ পর্যন্ত ৩১ রানের পরাজয় বরণ করতে হয়।
বুধবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে ২৭৭ রানের রেকর্ড স্কোর পায়। হাল না ছাড়া মুম্বাই ৫ উইকেটে ২৪৬ রানে থামে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচটিতে হয়েছে মত ৫২৩ রান। এটি আইপিএলে এক ম্যাচে সর্বাধিক রানের নতুন রেকর্ড। ২০১০ সালে চেন্নাই-রাজস্থান ম্যাচে হয়েছিল ৪৬৯ রান। আইপিএলে এর আগে দলীয় সর্বাধিক রানের স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে ছিল। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তারা ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল। সেই ম্যাচে ৬৬ বলে ১৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।
সব ধরনের স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে চতুর্থ সর্বাধিক রানের রেকর্ড গড়েছে হায়দরাবাদ। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এর চেয়ে বেশি স্কোর কোনো দলের নেই। ২০২২ সালে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২ উইকেটে ২৭৩ রান করেছিল মেলবোর্ন স্টারর্স।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বাধিক স্কোর নেপালের দখলে। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে হিমালয়ের দেশটি ৩ উইকেটে ৩১৪ রানের এভারেস্টে চড়েছিল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান তুলে তালিকার দ্বিতীয় স্থানে আফগানিস্তান। একই বছর তুরস্কের বিপক্ষে ৪ উইকেট ২৭৮ রান করেছিল চেক রিপাবলিক।
ম্যাচটিতে শুধু দলীয় স্কোরই নয়, আইপিএলের কোনো এক ম্যাচে সর্বাধিক ৩৭টি ছক্কার নতুন রেকর্ডও হয়েছে। এর আগে ফ্রাঞ্চাইজি লিগটি ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস এবং ২০২০ সালে রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংসের ম্যাচে ৩৩ ছক্কার সাক্ষী হয়েছিল। বিস্ময়কর হলেও সত্যি, হায়দরাবাদের পাহাড় সমান স্কোর পেলেও তাদের ব্যাটিং ইনিংসে কারোর সেঞ্চুরি নেই। যদিও বাইশ গজে ঝড় তুলেছিলেন হেনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও এইডেন মার্করাম।