ক্রীড়া প্রতিবেদক
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্রাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
![](https://khelapratidin.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-16-at-6.06.48-PM-1024x680.jpeg)
বাফুফে ভবনের আর্টিফিসিয়াল টার্ফ মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলাররা দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন। ম্যাচে কোন দলই জয় পায়নি। লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
![](https://khelapratidin.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-16-at-6.06.52-PM-1024x680.jpeg)
প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, বাফুফে কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান, মোঃ ইলিয়াস হোসেন ও মহিদুর রহমান মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন ও খন্দকার রকিবুল ইসলাম।