লিওনেল মেসি জিতলেন সপ্তম ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক

শেষ পর্যন্ত লিওনেল মেসির হাতেই উঠল ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। রেকর্ড সপ্তমবারের মতো এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। সোমবার রাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ২০২১ সালের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের নাম।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া এই ব্যালন ডি’অর পুরস্কারের লড়াইয়ে মেসির সঙ্গে ছিলেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোস্কি ও চেলসির তারকা মিডফিল্ডার জর্জিনহো। এবার এই লড়াইয়ে অনেক পিছিয়ে ছিলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। ভোটাভুটিতে সবাইকে পেছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি।

৩৪ বছর বয়সে মেসি বছরের প্রথমদিকে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন। এরপর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও ছিলেন লিওনেল মেসি। টুর্নামেন্টের সেরা পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি।

এর আগে ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। বিশ্বের অন্য কোন ফুটবলার এই কৃতিত্ব নেই। এরপর ২০১৫ ও ২০১৯ সালেও ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.