শারজাহ এফসির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শিরোপা জয়কে নিয়মিত অভ্যাসে পরিণত করেছে বসুন্ধরা কিংস। বিপিএলে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। শোকেসে আছে ঘরোয়া ফুটবলের অন্যসব ট্রফিও। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য তুলে নিতে চায় বসুন্ধরা কিংস। এএফসি কাপে আগেই খেলেছে। এবার এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায়।

আগামীকাল প্রিলিমিনারি রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসির মুখোমুখি হবে রবসন, তপুরা। শারাজাহ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে। এই ম্যাচে জয় পেলে প্লে অফে খেলার সুযোগ পাবে বসুন্ধরা কিংস। সেক্ষেত্রে ২২ আগস্ট ইরানে গিয়ে ট্রাক্টর এসসি’র বিপক্ষে খেলতে হবে তাদের। আর দুই ম্যাচে জয় পেলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার টিকিট পাবে বসুন্ধরা কিংস।

শারজাহ এএফসি অভিজ্ঞ ও শক্তিশালী হলেও স্বপ্ন দেখছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নতুন কিছু হলেও এএফসি কাপ নতুন নয় বসুন্ধরার জন্য। তিনবার এএফসি কাপে খেলেছে তারা। যদিও ২০২০ সালে এএফসি কাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল কিংসরা। করোনার কারণে সেই আসর বাতিল হয়ে যায়।

এএফসি কাপে কখনও গ্রুপ পর্বের বাধা পেরুতে না পারলেও বসুন্ধরা কিংসের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এএফসি কাপে সাতটি ম্যাচ খেলেছে তারা। মাত্র একটি ম্যাচেই হেরেছে। জয় আছে চার ম্যাচে। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে লড়ার অভ্যাস আছে কিংসদের। তাই আশার প্রদীপ জালিয়ে রেখেছে বসুন্ধরা কিংস। কিন্তু আরব আমিরাতের প্রচন্ড গরম ভোগাচ্ছে ফুটবলারদের। গরমকে সহ্য করা এখন বড় চ্যালেঞ্জ বসুন্ধরার জন্য। তবে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নকে থামিয়ে দিতে চায় না বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠতে না পারলে এএফসি কাপে খেলবে তারা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.