মোঃ শফিকুল আলম
নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ। অপেক্ষাটা ছিল অল্প কিছু সময়ের। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
বাংলাদেশ ও নেপালের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ড্র হয়েছে ১- ১ গোলে। ম্যাচের দুটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমে সাবিনা খাতুনের গোলে বাংলাদেশ লিড নেয় । এরপর ম্যাচ শেষের ইনজুরি টাইমে সবিত্রা ভান্ডারী গোল করলে পরাজয় এড়ায় নেপাল।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটার শুরু হয় ম্যাচ। নেপালে সাফের শিরোপা জয়ের প্রায় ১০ মাস পর এটি ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। শুরু থেকে বাংলাদেশ আক্রমণে মনোযোগী হলেও আস্তে আস্তে গুছিয়ে নেয় নেপাল। নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলতে থাকে তারা। তবে বল দখলে এগিয়ে থাকলেও গোল করার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি নেপাল। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গুছিয়ে ওঠে। ৬৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ। আন্তর্জাতিক ম্যাচে সাবিনার এটি ৩২ তম গোল। ৭৩ মিনিটে গোল পরিশোধের দারুন একটা সুযোগ পেয়েছিল নেপাল। রেশমি কুমারী জোরালো শট নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের গোলকিপার রুপ্না চাকমা দলের কোন বিপদ হতে দেন নি।
৭৪ মিনিটে প্রথম গোলের মত অবস্থায় চলে গিয়েছিলেন সাবিনা খাতুন। মনে হচ্ছিল গোল হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আর নেপালের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। অন্যদিকে নেপাল সুযোগের সন্ধানে ছিল । নির্ধারিত ৯০ মিনিট শেষে চার মিনিটের অতিরিক্ত সময় দেয়া হয় । আর ৯১ মিনিটে জটলা থেকে গোল করেন সাবিত্রা ভান্ডারী। শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ ড্র হওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। আগামী রবিবার নেপালের বিপক্ষে আরেকটি প্রতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।