ক্রীড়া প্রতিবেদক
ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলংকার কাছে ঢাকা টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের লজ্জা পেল বাংলাদেশ। এই ম্যাচ হেরে শ্রীলংকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলো টাইগাররা। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র করলেও, ঢাকা টেস্টে শ্রীলংকার কাছে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বার শ্রীলংকার কাছে ১০ উইকেটে হারলো টাইগাররা।
বাংলাদেশ-শ্রীলংকার সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ । এ পর্যন্ত ৬ ম্যাচে ৩ জয়, ২ হার, ১ ড্রতে ৪০ পয়েন্ট ও শতকরা ৫৫ দশমিক ৫৬ শতাংশ জয়ে টেবিলের চতুর্থস্থানে শ্রীলংকা। আর ৮ ম্যাচে ১ জয়, ৬ হার, ১ ড্রতে ১৬ পয়েন্ট ও শতকরা ১৬ দশমিক ৬৭ শতাংশ জয়ে টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ। বাংলাদেশের পর টেবিলের নবম ও শেষ দল ইংল্যান্ড। টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৫ জয়, ৩ ড্রতে ৭২ পয়েন্ট ও শতকরা ৭৫ শতাংশ জয়ে টেবিলে সবার উপরে অসিরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ দিন শেষেই হারের শঙ্কায় পড়েছিলো বাংলাদেশ। কারন প্রথম ইনিংসে ১৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৪ রান। সেখাস থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয় মাত্র ১৬৯ রানে। লিটন দান ৫২ ও সাকিব আল হাসান ৫৮ রান করেন। এর ফলে শ্রীলংকার সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২৯ রান। ৩ ওভার ব্যাট করে কোন উইকেট না হারিয়েই খেলা শেষ করেছে শ্রীলংকা।