ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবলে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম শেখ রাসেল ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। এর আগে আজকের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব উত্তর বারিধারার সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে।
বিমান বাহিনীর বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার এইলটন ম্যাকাডো। ম্যাচের ৮ মিনিটে লিড নেয় শেখ রাসেল। মোহাম্মদ জুয়েলের শট বিমানবাহিনীর গোলকিপার মজনু মিয়া ঠিকভাবে ধরতে না পারায় বল পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলটন ম্যাকাডো। সুযোগ পেয়ে বল জালে জড়াতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি।
২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান এইলটন ম্যাকাডো। কিন্তু ফাউলের কারণে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ও আর কেউ জালের ঠিকানা খুঁজে না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র।