ক্রীড়া প্রতিবেদক
আগামী বছর ৭ থেকে ২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ফুটবল। এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন বাংলাদেশের মেয়েদের। কিন্তু এর যোগ্যতা অর্জনের জন্য বাছাইপর্বের বাঁধা পেরুতে হবে। সিঙ্গাপুরে এখন বাছাইপর্বের প্রথম রাউন্ডে খেলছে বাংলাদেশ দল। ডি গ্রুপের প্রথম ম্যাচে তুর্কেমিনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী রোববার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। পারফরম্যান্সের ধারাবাহিকতা সিঙ্গাপুরের বিপক্ষে ধরে রাখতে চায় বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষেও বড় জয় আশা করছে টিম ম্যানেজম্যান্ট। জানিয়েছেন দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
সিঙ্গাপুরে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল। বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য এখন বাংলাদেশের। মেয়েদের সব কিছুতেই সন্তুষ্টির কথা জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু।