সুপার ফোরেও ভারতের কাছে হারলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৭ বল থাকতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল তারা। দুইশ’ ছোঁয়া দলীয় রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওভারে উইকেট হারিয়ে ও স্লগে মন্থর ব্যাটিংয়ের কারণে ৫ উইকেটে ১৭১ রানে আটকে যায় পাকিস্তান।

জবাবে ভারত ৯.৫ ওভারে ১০৫ রানের ওপেনিং জুটিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। ১২৩ রানের মধ্যে ৩ উইকেট হারালে সতর্ক পথে হেঁটে জয় তুলে নেন তিলত ভার্মা।

এর আগে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ৯ বলে ১৫ রান করেন ফখর জামান। পরে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে।

এরপরই মোমেন্টাম হারায় পাকিস্তান। হুসেইন তালাত ১১ বলে ১০ রান করেন। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫।

মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.