হংকং চায়নার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে দলে বেশকিছু চোটের শঙ্কা আছে। তবে কোচ হাভিয়ের ক্যাবরেরা বলছেন, সবকিছু ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশ বড় চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আছে।

দলের নিয়মিত অনুশীলনের আগে সংবাদমাধ্যমে কথা বলেন ক্যাবরেরা ও ফরোয়ার্ড রাকিব হোসেন। ক্যাবরেরা জানান, ‘আমরা ভালো আছি, অনুশীলনে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছি। যে ধরনের ফলাফল আসছে তাতে আমি বেশ খুশি। আমরা বড় ম্যাচের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত আছি।’

ক্যাবরেরা বলেন, ‘ম্যাচে হামজা চৌধুরী ও সামিত সোম ভালো প্রভাব রাখবেন বলে আশা করছি। সোমবার সকালে দেশে আসবেন হামজা, তিনটি অনুশীলন সেশন করব, সবকিছু ঠিক আছে। সামিতের জন্য কিছুটা কঠিন হবে। কারণ পরশুদিন বিকেল বা সন্ধ্যার দিকে আসবে, যেটা তার জন্য একটু কঠিন হবে। আসার পর তার সাথে কথা বলে সঠিক সিদ্ধান্তটি নেয়া হবে।’

বাংলাদেশ ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে খেলবে ৯ অক্টোবর। ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে দেশটির বিপক্ষে পরের ম্যাচ খেলতে হবে হামজা চৌধুরীদের। এরপর নভেম্বরের ১৮ তারিখ ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.