ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের হকিতে ইতিহাস সৃষ্টি করলো একমি চট্টগ্রাম। প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে তারা। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পেনাল্টি শুট আউটে মোনার্ক পদ্মাকে ৪-৩ গোলে হারিয়ে বিজয় উল্লাস করে চট্টগ্রাম। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। আর সেখানে বাজিমাত করে একমি চট্টগ্রাম। তাদের হাতে শিরোপা তুলে দেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ হাসি হাসতে পারেনি মোনার্ক পদ্মা। ম্যাচের ১৪ মিনিটে মোনার্ক পদ্মাকে এগিয়ে দেন মিয়া তানিমিতসু। তবে ৩৮ মিনিটে কেলারম্যানের গোলে ম্যাচে সমতা আনে একমি চট্টগ্রাম। এরপর ৪৫ মিনিটে সাইফ খানের গোলে আবারও এগিয়ে যায় মোনার্ক পদ্মা। ২-১ গোলে এগিয়ে থেকে মোনার্ক পদ্মা যখন বিজয় উল্লাসের প্রস্তুতি নিচ্ছিল তখনই নাটকীয়ভাবে ম্যাচে ফেরে একমি চট্টগ্রাম। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আরশাদ গোল করলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-২।
এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুট আউটে। সেখানে একমি চট্টগ্রামেরে খেলোয়াড়রা শতভাগ সফল হলেও গোল করতে পারেনি মোনার্ক পদ্মার নাইমুদ্দীন ও কৃষ্ণ কুমার। আর তাতেই প্রথমবারের মতো হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের উৎসব করে একমি চট্টগ্রাম।