১৯ গোলে ম্যাচ জিতলো নাসরিন স্পোর্টস একাডেমি

মোঃ শফিকুল আলম

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে যেন গোলের হাইলাইটস প্রদর্শন হচ্ছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল বনাম জামালপুর কাচারীপাড়া একাদশ। শুনতে ভুল মনে হলেও নাসরিন স্পোর্টস একাডেমি আসলে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলই। সেরা একাদশের ১১ জন ফুটবলারই জাতীয় দলের। জাতীয় দলের মতো নাসরিন স্পোর্টস একাডেমিরও অধিনায়ক সাবিনা খাতুন। নারী ফুটবল লিগের চতুর্থ ম্যাচে তাই ম্যাচের ফলাফলও স্পষ্ট। জামালপুর কাচারীপাড়া একাদশকে গোল বন্যায় ভাসিয়ে লীগ শুরু করলো সাবিনা, সানজিদারা। ১৯-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে নাসরিন স্পোর্টস একাডেমি। পাঁচ গোল করেছেন সামসুন্নাহার। চারটি করে গোল করেন সাবিনা ও মারিয়া মান্ডা।

খেলা শুরু হতে না হতেই গোল। ২৫ সেকেন্ডে গোল করেন মনিকা চাকমা। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। আট মিনিটে ম্যাচের তৃতীয় গোল করেন সামসুন্নাহার। ১০ মিনিটে মাসুরার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় নাসরিন স্পোর্টস একাডেমি। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সাবিনা। ৩০ মিনিটে স্কোর লাইন ৬-০ করেন সানজিদা। ৪০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪২ মিনিটে অষ্টম গোল করেন সানজিদা। আট গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাসরিন স্পোর্টস একাডেমি।

জামালপুর কাচারীপাড়া একাদশ তাদের গোল কিপার পরিবর্তন করলেও সবিনাদের গোল আটকাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে হ্যাটট্রিক করেন সামসুন্নাহার। ৪৯ ও ৫১ মিনিটে গোল করেন তিনি। ৫৯ ও ৬০ মিনিটে গোল করেন মারিয়া মান্ডা। ৬৪ মিনিটে ১৩ নম্বর গোলটি করেন সুমাইয়া। ৬৭ মিনিটে নিজের চতুর্থ গোল করেন সামসুন্নাহার। ৭৩ মিনিটে সাবিনার গোল। ৭৬ মিনিটে হ্যাটট্রিক করেন মারিয়া মান্ডা। ৭৮ মিনিটে নিজের চতুর্থ গোল করেন মারিয়া মান্ডা। ৮৬ মিনিটে সুমাইয়ার দ্বিতীয় গোল। ৯০ মিনিটে নিজের পঞ্চম গোল করেন সামসুন্নাহার। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে যেনো সবাই হাফ ছেড়ে বাঁচে। কারণ গোল দেখতে দেখতে ক্লান্ত সবাই।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.