অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে টি টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী দলের

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক নিগার সুলতানার লড়াকু হাফ-সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী দল। আজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ১০ উইকেটে হারলো টাইগ্রেসরা। এর আগে গেল বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম বলেই সাজঘরে ফিরেন দিলারা আকতার। পরের ওভারে খালি হাতে সাজঘরে ফিরেন ৮ বল খেলা সোবহানা মোস্তারি। ২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশকে লড়াইয়ে ফেরার পথ দেখান ওপেনার মুরশিদা খাতুন ও নিগার। তৃতীয় উইকেটে ৫৭ বলে ৫৭ রান যোগ করেন তারা।

২৭ বলে ২০ রান করে সোবাহানা আউট হলে, চতুর্থ উইকেটে ফাহিমা খাতুনকে নিয়ে আবারও হাফ-সেঞ্চুরির জুটি গড়ে দলের রান ১শ পার করেন নিগার। এর আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের কোন ম্যাচেই ১শ রান করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৯৭ রান ছিলো দ্বিতীয় ওয়ানডেতে। শেষ ওভারে আউট হন ২১ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৭ রান করা ফাহিমা। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ২০ ওভারে ৪ উইকেটে ১২৬ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন নিগার। ৮৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ন করে ৭টি চারে ৬৪ বলে অপরাজিত ৬৩ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার সোফি মলিনিউ ২ উইকেট নেন।

১২৭ রানের টার্গেটে ৭ ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৯টি চার ও ১টি ছক্কায় হিলি ৪২ বলে অপরাজিত ৬৫ এবং ৯টি বাউন্ডারিতে ৩৬ বলে অনবদ্য ৫৫ রান করেন মুনি। ম্যাচ সেরা হন হিলি। আগামী ২ এপ্রিল মিরপুরেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.