ক্রীড়া প্রতিবেদক
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নেওয়ার কারনে দলের নিয়মিত নয়জন খেলোয়াড়কে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে এ মাসে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাধ্য হয়েই দ্বিতীয় সারির দল নিয়ে সিরিজ খেলতে নামবে কিউইরা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
এছাড়া আইপিএলে না খেললেও বিভিন্ন কারনে টিম সাউদি, টম লাথাম ও উইল ইয়ংকে পাবে না নিউজিল্যান্ড। বিশ্রাম দেওয়া হয়েছে সাউদিকে, দ্বিতীয় সন্তানের জন্য স্ত্রীর পাশে থাকবেন লাথাম এবং ইংলিশ কাউন্টি দল নটিংহামশায়ারের সাথে চুক্তিবদ্ধ আছেন ইয়ং। ইনজুরির কারনে ২০২৩ সালের মার্চ থেকে দলের বাইরে আছেন ব্রেসওয়েল। ইনজুরি থেকে সুস্থ হয়ে বছরের শুরুতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেন তিনি। সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেনির টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডে ওটাগোর বিপক্ষে ৪১ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন ব্রেসওয়েল। দেশের হয়ে এখন পর্যন্ত ৮টি টেস্ট, ১৯টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন ব্যাটার টিম রবিনসন। ঘরোয়া সুপার স্ম্যাশ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। ওয়েলিংটনের হয়ে ১৮৭ স্ট্রাইক রেট ও ৫৯ গড়ে ২৯৮ রান করেন রবিনসন। ওটাগোর বিপক্ষে ৬৪ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন তিনি। প্রথমবারের মত টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন চলতি মৌসুমের শুরুতে টেস্ট ও ওয়ানডে অভিষেক হওয়া পেসার উইল ও’রুর্ক।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছেন নতুনরা। নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘অনেক দিন ধরেই মাঠের বাইরে ছিলেন মাইকেল। পুনরায় তাকে দলে ফিরতে দেখাটা রোমাঞ্চকর। অ্যাকিলিসের ইনজুরি পর কঠোর পরিশ্রমের মাধ্যমে দলে ফিরেছেন তিনি।’
ওয়েলস আরও বলেন, ‘ব্রেসওয়েল একজন ভাল নেতা। নিউজিল্যান্ড ‘এ’ এবং নিউজিল্যান্ড একাদশ ও ওয়েলিংটনের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। আমরা বিশ্বাস করি, পাকিস্তান সিরিজে ঐ অভিজ্ঞতা কাজে লাগবে।’ আগামী ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজটি।