ক্রীড়া প্রতিবেদক
সিরিজ জয়ের মিশন নিয়ে আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কিংস টাউনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়। প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ দল। আগামীকাল দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে চায় বাংলাদেশ।
১৪৭ রানের পুঁজি নিয়ে বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। ক্যারিবীয়দের ৭ রানে হারায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও ভালো খেলে সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের।
তিনি বলেন, ‘এটি একটি দীর্ঘ সফর। ভালো শুরু হয়েছে। আমরা যদি আরও একটি ম্যাচ ভালো খেলতে পারি তাহলে সিরিজ জিততে পারবো।’