আগামীকাল প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপ-২০২৫’এ আগামীকাল প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস এরেনায় শুক্রবার বিকেল ৩.০০টায় ম্যাচটি শুরু হবে।

বয়সভিত্তিক দক্ষিণ এশিয়ান এই ফুটবল চ্যাম্পিয়নশীপের এটি ষষ্ঠ আসর। ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আগের আসরে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ও ভারত। এবারের আসরে ভারত অংশ নিচ্ছে না। চার জাতির এবারের টুর্নামেন্টে অপর দুই দল নেপাল ও ভূটান।

আগামীকাল একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭.০০টায় নেপালের মুখোমুখি হবে ভূটান। দক্ষিণ এশিয়ার চার দেশ নেপাল, ভূটান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ ১১ দিনব্যাপী এই টুর্ণামেন্টে রাউন্ড রবিন লিগে অংশ নিবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জণ করবে।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শেষে মিয়ানমার থেকে আত্মবিশ্বাস নিয়েই ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী দল। ঐতিহাসিক সেই সফরের সুখস্মৃতি অধিনায়ক আফঈদা খন্দকারসহ দলের সকলকে দারুন উজ্জীবিত করছে। সাফ সম্পূর্ণ ভিন্ন আবহের একটি টুর্নামেন্ট হলেও মিয়ানমারের জয়ের ধারা ধরে রেখে শিরোপা অক্ষুন্ন রাখতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ আগামী ১৩ জুলাই পরবর্তী ম্যাচে নেপালের মোকাবেলা করবে। এরপর ১৫ ও ১৭ জুলাই ভূটান, ১৯ জুলাই শ্রীলংকা ও ২১ জুলাই নেপালের সাথে শেষ ম্যাচ খেলবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.