ক্রীড়া প্রতিবেদক
শারজাহতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে এই জয় সহজে আসেনি। লক্ষ্য ১৫২ রানের। ১১ ওভার পার হতেই বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, সহজেই বড় ব্যবধানে জিততে যাচ্ছে। সেখান থেকে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে টাইগাররা।
শেষ পর্যন্ত অবশ্য বিপদ হয়নি। সহজ ম্যাচ কঠিন করে জিতেছে জাকের আলীর দল। শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ১১ ওভারেই ওপেনিং জুটিতে আসে ১০৯ রান, যা বাংলাদেশের সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল।
পরের দুই ওভারে রশিদ খানের ঝলকে ম্যাচে ফেরে আফগানিস্তান। এই লেগি ওভারে দুইটি করে শিকার করেন ৪ উইকেট। বিনা উইকেটে ১০৯ থেকে ৬ উইকেটে ১১৮ রানে পরিণত হয় বাংলাদেশ। অর্থাৎ ৯ রানে হারায় ৬ উইকেট।
এশিয়া কাপ মাতানো সাইফ হাসান রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ। তিন বল পর উইকেটরক্ষকের ক্যাচ তামিম। ৩৭ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।
নিজের পরের ওভারে আরও ২ উইকেট রশিদের। জাকের আলী ৬ আর শামীম পাটোয়ারী ০ রানে হন এলবিডব্লিউ। তার পরের ওভারে নুর আহমেদের বলে এলবিডব্লিউ তানজিম হাসান সাকিব (০)। তার অবশ্য ব্যাটে বল লেগেছিল। আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ ছিল না বাংলাদেশের।
১১৮ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিশাদ হোসেন আর নুরুল হাসান সোহান ম্যাচ বের করে নিয়ে আসেন। রিশাদ ৯ বলে ১৪ আর সোহান ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ২৩ রানে। রশিদ খান মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

