আবারও পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয়বারের মত পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হলেন বাবর আজম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিজেদের অফিসিয়াল এক্স একাউন্টে পিসিবি জানিয়েছে, ‘পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পর চেয়ারম্যান মহসিন নকভি পুরুষ জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) দুই ফরম্যাটে বাবর আজমকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে।’

ভারতের মাটিতে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব পান শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডের দায়িত্ব কাউকে দেয়নি পিসিবি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.