ক্রীড়া প্রতিবেদক
আলোকস্বল্পতায় স্থগিত হওয়া আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের বাকি ১৫ মিনিট আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ বিকেলে বাফুফের প্রফেশনাল লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
গতকাল ফাইনাল বৈশাখী ঝড়ের কবলে পরেছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের খেলা শুরু হলেও আলো না থাকায় শেষ করা যায়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট খেলা চালানো সম্ভব হয়নি।
আবাহনীর বিপক্ষে এই ১৫ মিনিট কিংসকে লড়তে হবে ১০ জন নিয়ে। অতিরিক্ত সময়ের ১৩ মিনিট লালকার্ড দেখে মাঠ ছেড়েছিলেন কিংসের ফয়সাল আহমেদ ফাহিম। মঙ্গলবার অবশিষ্ট ১৫ মিনিটে যদি খেলার ফলাফল অমিমাংসিত থাকে তাহলে ট্রাইব্রেকারে ফাইনালের ভাগ্য নির্ধারণ হবে।