ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ দেশের ঘরোয়া ফুটবল ছিল দারুণ জমজমাট। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেলের সাথে বসুন্ধরা কিংস যখন শিরোপা নিশ্চিত করতে লড়ছে তখন ১১৩ কিলোমিটার দূরে কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনী ও মোহামেডান। তবে মর্যাদার লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ।
প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় মোহামেডান। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুলেমান দিয়েবাতে। মোহামেডান লিড নিয়ে বিরতিতে গেলেও ৮৩ মিনিটে ম্যাচে সমতা আনে আবাহনী। মোহামেডানের মতো আবাহনীও পেনাল্টি পায়। আর স্পট কিক থেকে গোল করে সমতা আনেন কলিন্ড্রেস।
এই ম্যাচ ড্রয়ের ফলে পুলিশ এফসিকে চারে নামিয়ে তিনে উঠে এলো মোহামেডান। পুলিশের সমান ২৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় মোহামেডান তিনে। আর ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। মোহামেডান আবাহনী ম্যাচ এখানেই শেষ নয়। আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দু’দল। আর সেদিকেই দৃষ্টি ফুটবল প্রেমীদের।