ক্রীড়া প্রতিবেদক
আম্পুটি বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইন্দোনেশিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে স্বাগতিকরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার সামনে একদমই সুবিধে করতে পারেনি বাংলাদেশ দল।
ফুটবল ফর অল এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় হচ্ছে আম্পুটি বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও কার্যনির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান।

চলতি বছরের অক্টোবরে ২৪ দেশ নিয়ে তুরস্কে আয়োজিত হবে অ্যাম্পুটি বিশ্বকাপ। বিশেষ চাহিদা সম্পন্ন ফুটবলারদের এই বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করতে বাংলাদেশকে খেলতে হচ্ছে বাছাইপর্ব। বাংলাদেশের বাকি আছে আরও দুটি ম্যাচ। বাছাইপর্ব পার হতে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। বাংলাদেশ রবিবার খেলবে জাপান এবং সোমবার লড়বে মালয়েশিয়ার বিপক্ষে। পূর্ব এশিয়ার বাছাইয়ে চার দলের মধ্যে সেরা দুই দল নিশ্চিত করবে তুরস্কের বিশ্বকাপ।