ক্রীড়া প্রতিবেদক
ফুটবল বিশ্বকে আবারও চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি।
ম্যাচের নায়ক ছিলেন ইয়াসির জাবিরি। ১২ আর ২৯ মিনিটে দলের হয়ে দুটি গোলই করেছেন এই তরুণ ফরোয়ার্ড, যিনি মরক্কোর ফুটবলে লিখে দিলেন নতুন অধ্যায়।
২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা। সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে ফেবারিট ভাবা হচ্ছিল। যদিও ম্যাচজুড়ে ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও প্রতিপক্ষের জালের দেখা পেল না আর্জেন্টাইনরা। উল্টো যতবারই বল পায়ে এসেছে, প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা।
ম্যাচের মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯তম মিনিটে তার গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি।
এই জয় কেবল মরক্কোর প্রথম যুবা বিশ্বকাপ শিরোপাই নয়, এটি তাদের ‘সোনালী প্রজন্মের’ হাত ধরে লেখা এক নতুন ইতিহাস। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল।