আর টেস্ট খেলবেন না রোহিত শর্মা

ক্রীড়া প্রতিবেদক

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়ানডে খেলে যাবেন বলে জানিয়েছেন রোহিত। ৫০ ওভারের ফরম্যাটের অধিনায়কও তিনি। এর আগে টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছেন তিনি।

রোহিত বিবৃতিতে বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সাদা জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা ছিল অসাধারণ সম্মানের। এতো বছর ধরে আমাকে ভালোবাসায় ও সমর্থন দিয়ে যাওয়ায় ধন্যবাদ। আমি ভারতের হয়ে ওয়ানডে খেলে যাবো।’

এই সিদ্ধান্তে রোহিতের ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ইতি পড়ল। তিনি দেশের জার্সিতে ৬৭ ম্যাচ খেলেছেন। ১২ সেঞ্চুরিতে ৪৩০১ রান করেছেন। দেশকে নেতৃত্ব দিয়েছেন ২৪ টেস্টে। ২০২২ সালে বিরাট কোহলি তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লে অধিনায়ক হন রোহিত।

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের আগে অবসরের সিদ্ধান্ত নিলেন ডানহাতি ওপেনার রোহিত। ইংল্যান্ড সফরের জন্য ভারত দ্রুতই দল ঘোষণা করবে। এখন বোর্ড নির্বাচকদের নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.