ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড নারী দলের দেওয়া টার্গেট ছিল ১১৯ রানের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মঞ্চটা যেন প্রস্তুত করেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। আরও স্পষ্ট করে বললে স্পিনাররা। তবে বাংলাদেশি ব্যাটাররা ১১৯ রান তাড়া করে জয় তুলে নিতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিরা সংগ্রহ করে ৯৭ রান। ফলে হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে।
শারজাহর ধীরগতির উইকেটে বাংলাদেশের মেয়েদের জন্য সেটাই অবশ্য বেশ কঠিন কাজ ছিল। শুরুর দিকে দিলারা আক্তার আর সাথী রানী পারেননি উড়ন্ত সূচনা এনে দিতে দলকে। সোবহানা মুশতারিও ক্রিজে থিতু হতে নিয়েছেন অনেকটা সময়। তবে শেষ পর্যন্ত আশা দেখিয়েও পারেননি দলকে জেতাতে, ফিরে গেছেন ৪৮ বলে ৪৪ রান করে।
এর আগে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশ নারীদের নাগালেই রাখতে পেরেছিল জ্যোতির দল। ২০ ওভারে টাইগ্রেসদের বোলিংয়ের জবাবে ইংলিশ মেয়েদের সংগ্রহ ছিল ১১৮।