ইউরোর ফেবারিট হলেও কঠিন গ্রুপে ফ্রান্সের এগিয়ে যাওয়া সহজ নয়

ক্রীড়া প্রতিবেদক

জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪’এ ফ্রান্সকে ফেবারিট হিসেবে বিবেচনা করছেন কোচ দিদিয়ের দেশ্যম। কিন্তু একইসাথে তিনি স্বীকার করেছেন আগে তার দলকে কঠিন গ্রুপের বাঁধা পেরুতে হবে। মোনাকোতে দেয়া এই সাক্ষাতকারে দেশ্যম বলেন, ‘এখানে সেখানে যা বলা হচ্ছে আমি তার সবকিছুর বিরুদ্ধে গিয়ে কথা বলবো। আমরা একটি কঠিন গ্রুপে পড়েছি। সবাই হয়তো বলবে ইউরো ২০২৪’র গ্রুপ পর্ব ফ্রান্স সহজেই পার করতে পারবে।’

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে। চারদিন পর গ্রুপ-ডি’তে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২৫ জুন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স গ্রুপ পর্ব শেষ করবে।

৫৫ বছর বয়সী দেশ্যম মনে করেন ইউরোতে খেলতে আসা কোন দলই সহজ নয়, এখানে কোন দলকেই ছোট করে দেখার কোন অবকাশ নেই। বিশ্বকাপ জয়ী সাবেক কোচ ও অধিনায়ক দেশ্যম বলেন, ‘নেদারল্যান্ডস এখনো বিশ্ব ফুটবলে দাপটের সাথে খেলছে। ২০২৩ সালের মার্চে আমরা যখন তাদের ৪-০ গোলে পরাজিত করেছিলাম তখন তারা একটি ভঙ্গুর দল ছিল। ঐ দলে তাদের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অনুপস্থিত ছিল। পোল্যান্ডও দল হিসেবে বেশ শক্তিশালী। তারা রবার্ট লিওয়ানদোস্কির মত একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে এ পর্যন্ত এসেছে। অস্ট্রিয়াও বেশ সংঘবদ্ধ দল। অতি সম্প্রতি তারা জার্মানীকে হারিয়েছে। এখানে প্রতিটি দলকেই আলাদা আলাদাভাবে মেপে দেখতে হবে। প্রথম লক্ষ্য স্থির করতে হবে কিভাবে প্রথম রাউন্ড পার করা যায়। অন্য দেশের মত আমাদেরও এগিয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু শুরুতেই আমাদের সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল নিয়ে চিন্তা করলে চলবে না। ইউরোতে প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের মধ্যে আটটি দলই এখানে অংশ নেয়।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.