ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা টেস্ট জিততে পারলো না বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে চতুর্থ দিন নিউজিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৬৯ রানে ৬ উইকেট শিকার করে জয়ের পথ তৈরি সুগম করেছিল বাংলাদেশের বোলাররা। ঐসময় শেষ ৪ উইকেট হাতে নিয়ে ৬৮ রানের দরকার পড়ে নিউজিল্যান্ডের।

কিন্তু সপ্তম উইকেটে ৭৭ বলে অবিচ্ছিন্ন ৭০ রান তুলে বাংলাদেশের জয়ের স্বপ্নকে চুরমার করে দেন  ফিলিপস-স্যান্টনার জুটি। ৬ উইকেটে ১৩৯ রান করে জয় তুলে নেয়  কিউইরা। ৪ উইকেটের জয়ে বাংলাদেশের সাথে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে  নিউজিল্যান্ড। সিলেটে প্রথম টেস্ট ১৫০ রানে জিতেছিলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ের জন্য ঢাকা টেস্টে হার এড়ানোই মূল লক্ষ্য ছিলো টাইগারদের।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম টেস্ট সিরিজ খেলতে নামে  বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ ম্যাচ শেষে ১টি করে জয় ও হারে সমান ১২ করে পয়েন্ট আছে দু’দলের। তবে শতকরা হিসেবে নিউজিল্যান্ড টেবিলের তৃতীয় ও বাংলাদেশ আছে চতুর্থস্থানে। প্রথম দু’টি স্থানে আছে যথাক্রমে পাকিস্তান ও ভারত।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.