ক্রীড়া প্রতিবেদক
ইতিহাস গড়েছে বাংলাদেশ যুব হকি দল। ওমানের মাসকটে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এর ফলে প্রথমবারের মতো হকি জুনিয়র বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। শুধু জুনিয়র দল নয়, যে কোনো বয়সের হকিতেই এবার প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দেশের হকিতে যা অন্যতম এক মাইলফলক।
যুব এশিয়া কাপের এই টুর্নামেন্ট থেকে সেরা ছয়টি দল জায়গা পাবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের পাঁচ অথবা ছয়ে থাকা নিশ্চিত হলো।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও আব্দুল্লাহ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-১ গোলে। এ সময় গোল করেন জয় (৩ মিনিটে), আমিরুল ইসলাম (৬ মিনিটে) ও আব্দুল্লাহ (১৬ মিনিটে)। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে বাংলাদেশ। গোল করেন মোহাম্মদ হাসান (৩৪ মিনিটে), মোহাম্মদ খান (৩৬ মিনিটে), জয় (৩৯ মিনিটে) ও আব্দুল্লাহ (৪৯ মিনিটে)।