ইন্দোনেশিয়া ফেভারিট হলেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় বাংলাদেশ: জামাল ভূইয়া

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। দর্শকদের জন্য নয় হাজার টিকিট বরাদ্দ থাকলেও এরই মধ্যে সাত হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। আগামীকাল ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বান্দুংয়ে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

এই ম্যাচের জন্য গত ২৭ মে থেকে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন জামাল ভূইয়ারা। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়ের কেবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া এবং ইন্দোনেশিয়া দলের কোচ ও অধিনায়ক। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে ইন্দোনেশিয়া। তাই স্বাগতিকরা ফেভারিট হিসেবেই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া। তবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে ভালো পারফরম্যান্স উপহার দেয়ার কথা বলেছেন জামাল।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। চারবার জিতেছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ একবার ইন্দোনেশিয়াকে হারিয়েছে। বাকি ম্যাচটি হয়েছে ড্র। দু’দল শেষবার মুখোমুখি হয়েছিল ১৪ বছর আগে। তাই ইন্দোনেশিয়া সম্পর্কে ধারনা নেই বাংলাদেশের কোন ফুটবলারের। তবে এবার ফুটবলারদের জন্য ভালো অভিজ্ঞতা হবে বলছেন জামাল ভূইয়া। এই ম্যাচকে মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছে বাংলাদেশ। কঠোর পরিশ্রম করে ভালো কিছু নিয়ে মালয়েশিয়া যেতে চান বলে জানিয়েছেন জামাল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.