ক্রীড়া প্রতিবেদক
ঢাকা আবাহনী ও মোহনবাগান ম্যাচে হিরো ডেভিড উইলিয়ামস। এই অস্ট্রেলিয়ান ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন। তার হ্যাটট্রিকে ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে এএফসি কাপের প্লে অফ ম্যাচে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এর ফলে আবাহনীর বিদায়ে এএফসি কাপে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো মোহনবাগান। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা এএফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশান ক্লাব।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটে লিড নেয় এটিকে মোহনবাগান। জনি কাউকোর ক্রস থেকে উড়ন্ত বলে পা ছুয়ে গোল করেন ডেভিড উইলিয়ামস।২১ মিনিটে আবার সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। কিন্তু প্রবীর দাসের ক্রস থেকে একদম গোলমুখে থেকেও বল জালে জড়াতে পারেননি জনি কাউকো।
২৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে এটিকে মোহনবাগান। প্রবীর দাসের ক্রস থেকে একদম ফাঁকা জায়গায় বল পেয়ে যান ডেভিড উইলিয়ামস। বল জালে পাঠাতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। দলের ও নিজের দ্বিতীয় গোল করেন ডেভিড উইলিয়ামস। দুই গোলের লিড নিয়েও ম্যাচে আক্রমণের ধার কমেনি মোহনবাগানের। প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল আবাহনীর ফুটবলাররা। তাই নিজেরা আক্রমণ করার সুযোগ পায়নি।
৩৫ মিনিটে আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেলকে একা পেয়েও গোল করতে পারেননি ডেভিড উইলিয়ামস। তখন হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন তিনি। ৩৯ মিনিটে অবশ্য একটা সুযোগ এসেছিল আবাহনীর সামনে। কিন্তু বলে পা ছোঁয়াতে পারেননি নেডো তারকোভিচ। প্রথমার্ধের শেষদিকে মোহনবাগানের লিস্টন কোলাসো যে ট্রাই করেছিলেন তাতে সফল হতে পারেননি।
বিরতি থেকে ফিরে খেলায় কিছুটা পরিবর্তন আনে ঢাকা আবাহনী। ৪৮ মিনিটে ড্যানিয়েল কলিন ড্রেসের শট কর্ণারে রক্ষা করেন মোহনবাগানের গোলকিপার। ৫১ মিনিটে মানবীর সিং দারুন একটা সুযোগ পেলেও বল পাঠিয়ে দেন ক্রসবারের অনেক উপর দিয়ে।
৬০ মিনিটে ব্যবধান কমায় ঢাকা আবাহনী। রাকিবের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় দারুণ এক গোল করেন ড্যানিয়েল কলিনড্রেস। ৬৭ মিনিটে ম্যাচে সমতা আনার ভালো সুযোগ নষ্ট করেন জুয়েল রানা। গোলে শট রাখতে পারেননি তিনি। ৮৫ মিনিটে হ্যাটট্রিক করেন ডেভিড উইলিয়ামস। আর ম্যাচে ৩-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। আবাহনী আর ব্যবধান কমাতে পারেনি।