ক্রীড়া প্রতিবেদক
গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা। তবে ই গ্রুপের খেলা শুরু হচ্ছে আজ। যার স্বাগতিক বাংলাদেশ। গ্রুপের বাকি তিনটি দল হচ্ছে ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। খেলা হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। গ্রুপের চারটি দল হওয়ায় প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলবে।
আজ বাংলাদেশের প্রথম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ। তার আগে বিকেল চারটায় মুখোমুখি হবে ইয়েমেন ও ভুটান। বাছাইপর্ব নিয়ে দারুণ আত্নবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক ইমরান খান। চূড়ান্ত পর্বে খেলার ব্যাপারে আশাবাদী স্বাগতিক দলের অধিনায়ক। ইমরান আশাবাদী হলেও হেড কোচ পল স্মলি বলছেন এই বাছাইপর্বে তরুণ ফুটবলাররা যাতে উন্নতি করতে পারে সেদিকেই বেশি নজড় দিচ্ছেন তিনি।
সিঙ্গাপুর বাংলাদেশ সম্পর্কে ভালোই ধারণা নিয়ে এসেছে। বাংলাদেশের তিনটি ম্যাচের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শক্তির ও দুর্বলতার জায়গা খুজে বের করেছে বলে জানিয়েছেন সিঙ্গাপুর দলের হেড কোচ অ্যাঞ্জেল টলেডানো। বাছাইপর্বে বাংলাদেশ পরের দু’টি ম্যাচ খেলবে ৭ অক্টোবর ভুটান ও ৯ অক্টোবর ইয়েমেনের সাথে।