একুশে পদক পাচ্ছে জাতীয় নারী ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক

টানা দু’বার সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুধু তাই নয়, একযুগেরও বেশি সময় ধরে বিশ্বের দরবারে নারী ফুটবল দল বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে। তারই স্বীকৃতি স্বরূপ, ২০২৫ সালের একুশে পদক দেয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়। সেই একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।

২০২২ সালে নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। ২০২৪ সালে সেই নেপালেই সেমিফাইনালে ভারতকে এবং ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারেরম ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.