এবার আবাহনীর কাছে হারলো বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

সময়টা ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। চারদিনের ব্যবধানে পরপর দুই ম্যাচে হার দেখলো সর্বশেষ মৌসুমে ঘরোয়া ট্রেবল জেতা দলটি। এবার তারা হেরেছে ঢাকা আবাহনীর বিপক্ষে। শুক্রবার কুমিল্লায় বর্তমান চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। এর আগে প্রিমিয়ার লিগে সবশেষ ১০ বারের দেখায় সবগুলোতেই বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল আবাহনী লিমিটেড।

ম্যাচের দ্বিতীয় মিনিটে সুমন রেজার গোলে পাওয়া লিড বাকি ৮৮ মিনিট ধরে রেখে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের দল। বাম দিক থেকে শাহরিয়ার ইমনের হাওয়ায় ভাসানো বলে দুর্দান্ত হেডে সাবেক ক্লাবের জালে বল পাঠান সুমন রেজা।

অবশ্য ড্রয়ের সূবর্ণ সুযোগ এসেছিল কিংসের সামনে। ৫২ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। ব্রাজিলিয়ান মিগুয়েলের শট বাম দিকে ঝাঁপিয়ে রুখে দেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে এই মৌসুমে বসুন্ধরা কিংস এ নিয়ে ১০ ম্যাচ খেললো। ৬টিই হারলো। বসুন্ধরা কিংসের এই সমীকরণ দলটির সমর্থকদের জন্য চরম হতাশার।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.