ক্রীড়া প্রতিবেদক
পাঁচ দলের অংশগ্রহণে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ। বাকি চার দল হচ্ছে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপান। মালয়েশিয়া এই টুর্ণামেন্টে থাকলেও করোনার কারণে শেষ পর্যন্ত নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
আজ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী পাঁচ দলের অধিনায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা তৈয়ব ইকরাম ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা।
আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও ভারত। এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচে লড়বে জাপান ও পাকিস্তান।
আগামীকাল বাংলাদেশের কোনো খেলা নেই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। বুধবার বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। ২২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ।