ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জাপানকে হারিয়ে শিরোপা জেতে কোরিয়া। নির্ধারিত ৭০ মিনিটের খেলা শেষ হয় ৩-৩ গোলের সমতায়। এরপর জাপানকে শ্যুটআউটে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করে দক্ষিণ কোরিয়া।
মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সেমিফাইনালের মতো জাপানের শুরুটা ছিল গতিময়। বলের দখল নিজেদের অনুকূল রেখে খেলছিল এশিয়ান গেমসের চ্যাম্পিয়নরা। দ্রুত গতির পাল্টা আক্রমণে ৮ম মিনিটে বামদিক থেকে জ্যাং জি হুনের হিট স্টিকে দিক পরিবর্তন করে বল জালে পাঠান জিয়ং জুন উ। ১০ ও ১২ মিনিটে দুটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি জাপান।
২৪ মিনিটে কেন নাগায়োশির পেনাল্টি কর্নার গোলে সমতায় আসে জাপান। ৪৪ মিনিটে দ্রুত গতির পাল্টা আক্রমণে ওচাই হিরোমাশার রিভার্স হিটে জাপানকে এগিয়ে নেন। ৪৫ মিনিটে জ্যাং জং ইয়োনের পেনাল্টি ফিরিয়ে দেন জাপান গোলরক্ষক তাকাশি ইয়োশিকাওয়া। ২৯ মিনিটে ওকা রায়োমার ফিল্ড গোলে লিড নেয় জাপান।
ইয়োশিকি কিরিশিতার পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৩-১ করে জাপান। ৪৪ মিনিটে জ্যাং জং ইয়োনের পেনাল্টি কর্নার রুখেদেন জাপান গোলরক্ষক। জ্যাং জং ইয়োনের পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৩-২ করে কোরিয়া। এ নিয়ে প্রতিযোগিতার সবগুলো ম্যাচেই গোল করেছেন দলটির অন্যতম সেরা এ তারকা। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনি। শেষমূহুর্তে জ্যাং জং ইয়োনের পেনাল্টি কর্নার গোলে ম্যাচে ফিরে আসে কোরিয়া।