মোঃ শফিকুল আলম
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র গ্রুপ-৫ এর প্রতিযোগিতা শেষ হয়েছে আজ। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স সমাপনি দিনে বালিকা ও বালক একক এবং বালক ও বালিকা দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকা একক ও বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আলেনা ফরিদ।
বালিকা এককে আলেনা ফরিদ ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন নেপালের সুনিরা থাপাকে। আর বালিকা দ্বৈতে আলেনা ফরিদ ও অরাধ্য ভার্মা জুটি ৬-২, ১-৬, ১০-৮ গেমে হারিয়েছেন স্বদেশী দেবাংশী ও এঞ্জেল জুটিকে। বালক এককে কোরিয়ার জু হুন চ্যাম্পিয়ন হয়েছেন। আর বালক দ্বৈতের শিরোপা জেতেন ভারতের তাভিশ -অর্ণব জুটি।
টেনিস ফেডারেশন এ নিয়ে এ বছর নয়টি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করলো। আগামী বছর শুরুতেই সিনিয়র মাস্টার্স টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে ঢাকা ও ঢাকার বাইরের স্কুলে টেনিসকে সম্পৃক্ত করার কথা জানিয়েছেন তিনি।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ আহমেদ, নির্বাহী সদস্য মাহাবুব মোর্শেদ শামীম, আহমেদ জিয়াউর রহমান ও টুর্নামেন্ট রেফারী প্রনব কুমার নায়েক। বাংলাদেশসহ মোট ১৩টি দেশের ৭৩ জন খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়।