ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টি সিরিজে এখনো উল্টো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের চোখ রাঙানী দেখাচ্ছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২৭ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিংয়ে নেমেও নিজের ভাগ্য বদলাতে পারেন নি অধিনায়ক লিটন দাস। ৩ রান করে ফিরেছেন। লিটনের বিদায়ে বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৮ রানে। লিটনের দেখানো পথে হাঁটলেন তানজিদ হাসানও। ২ রান করছেন তিনি। বাংলাদেশ তখন ২ উইকেটে ১১। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দিলেন সৌম্য সরকার, মেহেদী মিরাজরাও। দলীয় ৩৯ রানের তৃতীয় ও ৪৫ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ১১ করার পর রান আউট হয়েছেন।
মেহেদী মিরাজ অন্যদের চেয়ে একটু হাত খুলে খেলার চেষ্টা করেছেন। এক ছক্কা ও তিন চারে ২৫ বলে ২৬ রান করে আউট হয়েছেন তিনি। দলীয় ৫২ রানে রিশাদ হোসেনের আউটে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। রিশাদ ৫ রান করেছেন। মেহেদী হাসান ফিরেছেন ১১ বলে ১১ রান করে। এরপর জাকের আলী যখন ফিরে যান বাংলাদেশের স্কোর তখন ৭ উইকেটে ৮৮ রান। ২০ বলে ২১ রান করেন জাকের।
ছয়ের নিচে থাকা বাংলাদেশের রান রেটের গতি বাড়িয়েছেন শামীম পাটোয়ারী। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও বিধ্বংসী ছিল তার ব্যাটিং। আগের ম্যাচে ১৩ বলে ২৭ রান করেছিলেন শামীম। আর আজ ১৭ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি ছিল দুটি চার ও দুটি ছয়ে সাজানো। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর চড়াও হয়ে খেলার কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৯ রান করতে পেরেছে। তানজিম হাসান সাকিব নয় রানে অপরাজিত ছিলেন।
১৩০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানেই দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে আউট করেন তাসকিন আহমেদ। অল্প পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তোলেন বাংলাদেশের বোলাররা। খুব দ্রুতই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। জোড়া আঘাত হানেন মেহেদী হাসান। জনসন চার্লস ও নিকোলাস পুরানকে সাজঘরে পাঠান তিনি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন ৪ উইকেটে ৩২।
আগের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা অধিনায়ক রভম্যান পাওয়েলকে দাঁড়াতে দেননি হাসান মাহমুদ। ৭ বল খেলে ছয় রানে আউট হয়েছে তিনি। দলীয় ৪১ রানে পঞ্চম উইকেটের পর ৪২ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই শেফার্ডকে আউট করেন তানজিম হাসান সাকিব। ষষ্ঠ উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ধীর গতিতে ব্যাটিং করতে থাকে তারা।
বাংলাদেশের বোলাররা ভালো ভাবে চেপে ধরেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। শেষ পর্যন্ত ১৮ ওভার তিন বলে ১০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রস্তন চেস ৩২ ও আকিল হোসেন ৩১ রান করেন। ১৬ রানের তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। ম্যাচ সেরা হয়েছেন শামীম পাটোয়ারী। ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।