ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই বাজি ধরছেন অ্যাম্ব্রোস

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের আছে বলে বিশ্বাস করেন দেশটির সাবেক পেসার কর্টলি আ্যাম্ব্রোস। ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আশাবাদি আ্যাম্ব্রোস বলেন, রোভম্যান পাওয়েলের নেতৃত্বে গত কয়েকটি সিরিজে ক্যারিবিয়দের পারফরমেন্সের কারনে তার মনে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত বর্তমান দলটি।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলকে নতুনভাবে ঢেলে সাজায় ক্যারিবীয়রা। রোভম্যান পাওয়েলের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়।

গেল বছর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলে, সবগুলোতেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের মত দলকে হারায় তারা। এজন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে স্বপ্ন দেখছেন আ্যাম্ব্রোস।

ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। সেখানকার নতুন নির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে অনুষ্ঠানে আ্যাম্ব্রোস বলেন, ‘আমাদের খুবই ভালো একটি দল আছে। আমরা যখন এখানে কথা বলছি, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যান্টিগায় ক্যাম্প করে নিজেদের প্রস্তুত করছে তারা (ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা)।’ তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, ছেলেরা ধারাবাহিক ও স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমরা ট্রফি জিততে পারবো।’

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.