ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সেন্ট কিটসে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ নারী দল। যে কোন ফর্মেটের ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগ্রেসদের এটাই প্রথম জয়। যে কারনে এই জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ঐতিহাসিক এই জয়ের পিছনের মূল কারিগর ছিলেন অধিনায়ক নিগার ও তার তিন স্পিনার নাহিদা আক্তার, রাবেয়া আক্তার ও ফাহিমা খাতুন। সিরিজে এখন ১-১’এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে দেয়। নাহিদা আক্তার ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। রাবেয়া খাতুন ও ফাহিমা নিয়েছেন ২টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামাতে তিন স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। এর আগে পেসার মারুফা খাতুন ৩৫ রানে ২ উইকেট দখল করে শুরুর কাজটা করেছেন।

টসে হেসে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ৬৮ রানে ভর করে ১৮৪ রান সংগ্রহ করে। যদিও অন্য প্রান্তে কোন ব্যাটারই সুবিধা করতে পারেনি। শোভানা মোস্তারি ২৩ ও স্বর্ণা আক্তার করেছেন ২১ রান। টপ অর্ডারে ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা- এই তিনজনের কাছ থেকে এসেছে যথাক্রমে ১৮, ১২ ও ১১ রান।

এই জয়ে বাংলাদেশ আইসিসি নারী চ্যাম্পিয়নশীপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। নিউজিল্যান্ড ২৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে, কিন্তু উন্নত রান রেটের কারনে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ জিততে পারে তবে নিউজিল্যান্ডকে টপকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যগা অর্জন করবে। শীর্ষ ৬টি দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.