মোঃ শফিকুল আলম
সাবিনাদের দেখানো পথে হাটতে শুরু করেছে জামাল ভুইয়ারাও। মেয়েদের সাফের শিরোপা জয়ের রেশ যখন দেশজুড়ে তখন কম্বোডিয়া থেকে সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন রাকিব হোসেন। সাবিনাদের শিরোপা জয়ের উৎসবে বুদ হয়ে আছে পুরো দেশ। নেপাল থেকে সাফের শিরোপা নিয়ে গতকাল দেশে ফিরেছে সাবিনা, কৃষ্ণারা। সেই আনন্দের মাঝে ফুটবলে আলাদা রং ছড়ালেন জামাল ভুইয়ারা।
বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়ে কম্বোডিয়া। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে। আর কম্বোডিয়ার অবস্থান ১৭৪তম। মরোদোক টেকো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল পজিশনে এগিয়ে থেকে শুরু থেকেই আক্রমণাত্নক কম্বোডিয়া। তবে ১৪ মিনিটে গোলের দারুন এক সুযোগ নষ্ট করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্বনাথের লং থ্রো থেকে একদম গোলমুখে বল পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বল পাঠিয়ে দেন বাইরে দিয়ে। সুযোগ মিস করে আফসোসে পোড়েন জামাল ভূইয়া।
১৯ মিনিটে দুর্দান্ত গোলকিপিং করেছেন আনিসুর রহমান জিকো। কম্বোডিয়ার এক ফুটবলারের জোরালো শটে যখন মনে হচ্ছিল গোল হয়ে যাবে তখন তা কর্নারে রক্ষা করেন জিকো। কম্বোডিয়া প্রাধান্য বিস্তার করে খেলতে থাকলেও ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। ২৩ মিনিটে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। মতিন মিয়ার বাড়িয়ে দেওয়া বলে দারুন জায়গায় বল পেয়ে যান রাকিব। বল জালে পাঠাতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। দারুণ ফিনিশিং ছিল রাকিবের।
গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে কম্বোডিয়া। একের পর এক বাংলাদেশের সীমানায় হানা দেয় তারা। কিন্তু জালের ঠিকানা খুঁজে পায়নি। বাংলাদেশের এক গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা। এরপর দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ম্যাচ শেষে প্রবাসী বাংলাদেশীদের সাথে বিজয় আনন্দ উপভোগ করেছে ফুটবলাররা। বাংলাদেশ দল কম্বোডিয়া থেকে নেপাল যাবে আরেকটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে। কাঠামান্ডুর দশরথ স্টেডিয়ামে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।